তামিমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে যা বললেন তাইজুল । TAPTALE NEWS | আজকের তাজা ও আলোচিত খবর

CEO
0

তামিম ইকবাল ও তাইজুল ইসলাম যখন বাংলাদেশ জাতীয় দলে সতীর্থ ছিলেনছবি: ফেসবুক

কথাটা আগেও এসেছে বারবার। আজ নতুন করে তুললেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পরই ফেসবুকে তাইজুলকে বিশ্বের সবচেয়ে আন্ডারেটেড বা অবমূল্যায়িত বোলার দাবি করে পোস্ট করেন তামিম।

এই পোস্টের ৫ মিনিট পরই তাইজুল এলেন সংবাদ সম্মেলনে! প্রশ্ন তো উঠতই। তামিমের মতামত নিয়ে তাইজুল নিজে কী ভাবছেন?

এই প্রশ্নে তাইজুল ছিলেন নিজের বোলিংয়ের মতোই আত্মবিশ্বাসী। সোজাসাপ্টা বলে দিয়েছেন তামিমের কথার সঙ্গে তিনি একমত। এই বাঁহাতি স্পিনার নিজেও মনে করেন, তাঁকে তাঁর যোগ্যতা অনুযায়ী আলোচনায় রাখা হয় না।

তাইজুলও নিজেকে আন্ডাররেটেড মনে করেন
ছবি: শামসুল হক

আন্ডারেটেড কি না, এই প্রশ্নে তাইজুল জবাব দিয়েছেন এভাবে, ‘আমার কাছে মনে হয় আমি আন্ডাররেটেড।’ তাইজুল অবশ্য কারণটা খোলাসা করেননি। তিনি বল ঠেলে দেন সাংবাদিকদের কোর্টে, ‘কারণটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।’

টেস্ট ক্যারিয়ারে আজ ১৬তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল, চট্টগ্রামে যা তাঁর টানা দ্বিতীয়। আজ একসময়ে জিম্বাবুয়ের রান ছিল ২ উইকেটে ১৭৭। তাঁর দারুণ বোলিংয়ের কারণেই  জিম্বাবুয়ের দিন শেষ হয় ৯ উইকেটে ২২৭ রানে।

ওপেনার বেন কারেন থেকে শুরু করে তাইজুল একে একে আউট করেছেন নিক ওয়েলচ, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভাকে।

এমন বোলিংয়ের পরই তাইজুলকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক লেখেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল। এখন যাঁরা খেলছেন, সেসব বোলারের পরিসংখ্যান দেখলেই আমার কথার মানে বুঝতে পারবেন। আরেকবার পাঁচ উইকেট নেওয়ার জন্য তাইজুলকে অভিনন্দন!’

আজকের আলোচিত হট ভিডিও নিউজআজকের আলোচিত হট ভিডিও নিউজ

বাংলাদেশ ও বিশ্বের আলোচিত খবর, হট ঘঠনা, ভাইরাল নিউজ এবং লাইফস্টাইল সম্পর্কিত সংবাদ পেতে ভিজিট করুন TAPTALE NEWS।





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top