উপহার পেলে কি ফিরতি উপহার দিতেই হবে । TAPTALE NEWS | আজকের তাজা ও আলোচিত খবর

CEO
0

 

উপহার দেওয়া বা নেওয়ার বিষয়টি সব সময়ই হওয়া উচিত আনন্দের
উপহার দেওয়া বা নেওয়ার বিষয়টি সব সময়ই হওয়া উচিত আনন্দের
ছবি: পেক্সেলস

উপহার দেওয়া বা নেওয়ার বিষয়টি সব সময়ই হওয়া উচিত আনন্দের। তাড়াহুড়া করা বা হাতের কাছে যা পাচ্ছি, সেটাই দিয়ে দিই—এ ধরনের মনোভাব কখনোই ভালো মুহূর্ত তৈরি করে দেবে না আপনার জন্য। এ কারণে উপহার পেয়েছেন বলেই উপহার দিতে হবে না। মন থেকে ধন্যবাদ জানাতে পারলেই আপনি পাস করে যাবেন। উপহার পাওয়ার পরপরই যদি উপহার দিতে যান, বিষয়টি দুই পক্ষের জন্যই হবে অস্বস্তিকর। অপরাধবোধ বা বাধ্যবাধকতা থেকে দেওয়া উপহার গ্রহণকারী পছন্দ না-ও করতে পারেন।

প্রতিটি উপহারই যে অপর ব্যক্তির পছন্দসই হতে হবে, বিষয়টি তেমনও নয়। আপনার পছন্দেরও হতে পারে। ক্ষতিকর না হলেই হলো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ডায়াবেটিস থাকলে চকলেট বা মিষ্টি কিছু না দেওয়াই ভালো। উপহার দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন অবশ্যই—

মিথ্যা না বলা

বাহানা না দিয়েই উপহার দেবেন। দেওয়ার সময় আগ বাড়িয়ে মিথ্যা কথা বলতে যাবেন না। আজকে কিনেছেন না দুই দিন আগে কিনে রেখেছিলেন, এসব বলতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। যাঁকে দিচ্ছেন, তিনি হয়তো সেসব নিয়ে মাথাও ঘামাচ্ছেন না। বানানো তথ্য দিতে গিয়ে বরং আপনার আসল উদ্দেশ্য বানচাল হয়ে যেতে পারে।

পরে দিয়ে দেব

উপহার পেয়ে তাঁকেও উপহার দেবেন, এ ধরনের কোনো প্রতিজ্ঞার মধ্যে না যাওয়াই ভালো। ভাবলেও সেটা মনের মধ্যেই রাখুন। ফিরতি উপহার দেওয়ার আগে বেশ কিছুদিন বিরতি নিন। কয়েক মাস চলে গেলে আরও ভালো। উৎসবের সময় সুযোগের ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন, কিছু দিলেই উপহার দিতে হবে না। ডেস্টিনেশন ওয়েডিংয়ে গেলে আপনিই আসলে মূল উপহার। এখানে আর কোনো উপহারের প্রয়োজন নেই।

অপরাধবোধ

অপরাধবোধ থেকে উপহার দিতে যাবেন না। সে দিয়েছে, কিন্তু আপনি কিছু দিলেন না, এই ভাবনার কোনো দরকার নেই। কারণ, যিনি আপনাকে উপহার দিচ্ছেন, খুশি করার জন্যই দিচ্ছেন। আপনাকে মনে করাচ্ছেন না যে আমার উপহার কই, দিলেন না যে এখনো? পাশাপাশি আমি খারাপ বন্ধু, কিছু আনলাম না—এসব বলা থেকেও বিরত থাকুন।


আজকের আলোচিত হট ভিডিও নিউজআজকের আলোচিত হট ভিডিও নিউজ

বাংলাদেশ ও বিশ্বের আলোচিত খবর, হট ঘঠনা, ভাইরাল নিউজ এবং লাইফস্টাইল সম্পর্কিত সংবাদ পেতে ভিজিট করুন TAPTALE NEWS।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top